ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বৃহস্পতিবার গভীর রাতে বিকট শব্দ শুনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যায় পুলিশ। কার্যালয়ে উত্তর ও পশ্চিম পাশে চারটি ককটেল বিস্ফোরণ করা হয়।
তিনি আরও জানান, ওখানে পড়ে থাকা আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।