ইউক্রেনে রুশ আগ্রাসনের খবরে হতবাক পুরো বিশ্ব। যখন বিশ্বনেতারা দেশটিকে সামরিক এবং অন্যান্য সাহায্যের প্রস্তাব দিচ্ছেন, তখন অস্ত্র হাতে তুলে নিয়েছে ইউক্রেনীয়রা।
এদেরই একজন সাবেক মিস গ্রান্ড ইউক্রেন আনাস্তাসিয়া লেনা। রাশিয়ার সামরিক অভিযানের মুখে অস্ত্র হাতে তুলে নিয়েছেন এই সুন্দরী। যোগ দিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীতে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
২০১৫ সালে মিস গ্রান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায় ইউক্রেনের প্রতিনিধিত্ব করেন আনাস্তাসিয়া। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অস্ত্র হাতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি।
একটি পোস্টে আনাস্তাসিয়া লিখেছেন, ‘দখল করার জন্য যারা ইউক্রেনে ঢুকেছে তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে। ’
আরেকটি পোস্টে মজা করে আনাস্তাসিয়া লিখেছেন, ‘আমাদের (ইউক্রেনের) সেনারা এমন বীরত্বের সঙ্গে লড়াই করছে যে ন্যাটোর উচিত ইউক্রেনে প্রবেশের আগে আবেদন করে রাখা। ’
এছাড়াও ইনস্টাগ্রামে আগ্রাসন সম্পর্কে সচেতনতা এবং ইউক্রেনকে যেকোনো উপায়ে সমর্থন করার আহ্বান জানিয়েছেন আনাস্তাসিয়া।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, আনাস্তাসিয়া তুরস্কে একজন মডেল ও জনসংযোগ ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন। প্রায় পাঁচটি ভাষায় দক্ষতা রয়েছে তার। এছাড়াও তিনি দোভাষী হিসেবে কাজ করেছেন।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া নাগরিকদের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।