রবিবার, ০৪ জুন ২০২৩, ১১:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

ক্ষোভে ফুঁসছে বোদার মানুষ,কবরস্থান দখল করে কৃষিজমি !

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪০৭ বার পঠিত

পঞ্চগড়ে শত বছরের পুরোনো কবরস্থানের দুই একর জায়গা দখল করে কৃষি জমি বানানোর চেষ্টা করছে দখলদার চক্র। এতে কবরস্থানে দাফন সমস্যায় পড়ছেন ১৫ গ্রামের মানুষ।

কবরস্থানকে কৃষিজমি করায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা ভূমিকা না রাখায় যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে বলছেন তারা।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের হোসনাবাদ বড়ুয়াপাড়া গোরস্থান শত বছরের পুরোনো

১৯৬২ সাল থেকে গোরস্থানের জন্য পাঁচ একর জমি এস এ থেকে আরএস রেকর্ডভুক্ত বলছেন এলাকার মানুষজন।

এলাকার মানুষের অভিযোগ, হঠাৎ করেই গোরস্থানের দুই একর জমি অন্য কারো মালিকানার দাবি করে রাতের আধারে সমান করে কৃষি জমি বানানো হচ্ছে।

কবরস্থানকে আচমকা কৃষিজমিতে বদলে দেয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী বলছেন সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ নেই।

ইউপি নির্বাচনের সময় জানুয়ারিতে এই ঝামেলার সৃষ্টি হয়েছে জানিয়ে জনপ্রতিনিধিরা জানান, আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

তবে এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় যেন কোন উত্তেজনার সৃষ্টি না হয়, সে বিষয়েও লক্ষ্য রেখে আলোচনার কার্যক্রম চালানো হচ্ছে।

এলাকার ১৫টি গ্রামের মানুষ এই কবরস্থানে মৃতদেহ দাফন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV