শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৩৫ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত।

সম্মেলনের উদ্বোধন করেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সালাউদ্দিন।

আরও পড়ুন:

বিয়েতে দেনমোহর পরিশোধ নিয়ে হাইকোর্টের যুগান্তকারী রায়

একবার ধর্ষণ করে হত্যার পর মেয়েটিকে আবার ধর্ষণের চেষ্টা করা হয়

ধর্ষনের পর ধারালো ব্লেড দিয়ে মৃত্যু নিশ্চিত করে রাজিয়ার

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নুর মোল্লার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেকবর আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনুপ দত্ত, জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাছের আলী জোয়ার্দার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্নু প্রমুখ।

এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে মঞ্জু মন্ডলকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য ২২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এবং দ্রুত সময়ের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV