চট্টগ্রাম-০৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নোমান আল মাহমুদের সমর্থনে বিশাল মিছিলের আয়োজন করেছে বায়েজিদ থানা,ওয়ার্ড, ইউনিট আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহষ্পতিবার দুপুরে নগরীর অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় নৌকা মার্কার সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় রাজপথ।
পরে বঙ্গবন্ধু এভিনিউ চত্ত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল নবী লেদুর সভাপতিত্বে ও নগর যুবলীগের সংগঠক আতিকুর রহমান আতিকের সঞ্চালণায় সভায় বক্তব্য রাখেন, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীন,সাধারণ সম্পাদক আবদুস সাকুর ফারুকি, সিনিয়র সহ-সভাপতি রফিক কনটাক্টর,, যুগ্ন সম্পাদক রফিকুল আলম,,শাকিল আহমেদ,সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক এটিএম জমির উদ্দিন মানিক,সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন কালু,সাবেক ভিপি এম ইউনুস,ওয়ার্ড আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মাহাবুব আলম,সি ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ সেলিম,যুগ্ম সম্পাদক আক্কাস আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন, এ ইউনিট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল আলম,,বি ইউনিট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম, এস এম রিদুয়ান,উত্তর জেলা যুবলীগের সংগঠক লায়ন জাহাঙ্গীরুল ইসলাম সেন্টু,,নগর যুবলীগ নেতা সেলিম উদ্দিন জয়,আসম মইনুল ইসলাম মনি,,নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সোলায়মান মান খান নয়ন,,আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল কবির,মোঃ সোলাইমান,ইসমাইল,সেকান্দর,মোঃ ইয়াসিন,সালে নেওয়াজ জাহেদ,জাহাঙ্গীর আলম,নুরুল আলম, আব্বাস, অসিউল্লাহ,বাদশাহ,,মোঃ রশিদ,মোরশেদ আলী খান,যুবলীগ নেতা শেখ আমিনুর রহমান সুমন,মোঃ মুসা,সাইফুদ্দিন,আবদুল মান্নান,মোঃ আলী,মোঃ ইমরান,থানা ছাএলীগের যুগ্ন আহবায়ক মঈনুদ্দিন আজমীর,তৌহিদুল ইসলাম টুটুল,আবদুল আজিজ ইমন,ইয়াসির আরাফাত জয়,আবদুল গফুর রনি,মোঃ শাওন,মোঃ সোহেল,আনোয়ারসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের একজন পরীক্ষিত নেতাকে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা অনুযায়ী আগামী ২৭ এপ্রিল নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা।
সভা শেষে বহদ্দারবাড়ি জামে মসজিদে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের মিলাদ ও দোয়া মাহাফিলে যোগ দেন নেতাকর্মীরা। পরে নেতা-কর্মীদের সাথে নিয়ে উপ-নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শুরু করেন তিনি ।এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এসময় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ।