বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

জামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ বার পঠিত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ মঙ্গলবার সকালে সিটিসিটির ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সূত্র জানিয়েছে, এদিন ভোররাত ৪টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাদা পোশাকে পুলিশের একটি দল তাকে আটক করে।

এর আগে সিটিসিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত করে দেখা হবে।

শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরী নতুন এই জঙ্গি সংগঠনের সিলেট আঞ্চলের সমন্বয়ক বলেও জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১১ নভেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানিয়েছিলেন, আমরা রাফাতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো এবং জানার চেষ্টা করবো নতুন এই জঙ্গি সংগঠনের তার বাবার কোনো সংশ্লিষ্টতা আছে কি না।

গত বুধবার সিটিটিসির একটি দল রাফাত এবং তার এক সহযোগী আরিফ ফাহিম সিদ্দিকীকে সিলেট থেকে গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV