শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৭৪ বার পঠিত

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে জেলা সদরের সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের কাজীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। এসময় আরো এক মোটরসাইকেল আরোহী আহত হন।

নিহতরা হলেন, স্বপন রায় (২৮) ও তাঁর স্ত্রী সুমি রায় (২৫)। তারা দু’জনেই উত্তরা ইপিজেডের খেলনা প্রস্তুতকারী সনিক কারখানার শ্রমিক। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দাহ গ্রামে।

পুলিশ জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রীসহ তিন শ্রমিক কর্মস্থল উত্তরা ইপিজেডে আসছিলেন।

পথে কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে স্বপন রায় ও তাঁর স্ত্রী সুমি রায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এসময় মোটরসাইকেল চালক রতন রায় আহত হন। আহত রতন নিহত স্বনের ছোট ভাই।

খবর পেয়ে নীলফামারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত রতন রায়কে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV