উক্ত চোরাই মটর সাইকেলের আরো বিস্তারিত খোঁজ করা হলে জানা যায় যে মটর সাইকেলটি ২০২০ সালে একটি ট্রাফিফ কেইস এ অভিযুক্ত হয়। উক্ত কেইস স্লিপ থেকে প্রাপ্ত মোবাইল নাম্বারের সূত্র মোতাবেক এসি
ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম আসামী ১/ মোঃ তারেকুল ইসলামকে ঢাকা থেকে গত ৮ তারিখে গ্রেফতার করে। তার কাজ হলো মূল প্রতারকদের টাকা ক্যাশ আউট করে দেওয়া। তাকে নিয়ে মাগুরার শ্রীপুর থানার মহেষপুর হতে মোঃ বাপ্পি শেখ ও রাসেল আহম্মেদ নামে ২ জনকে গত ৯ তারিখ গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে ০৫ টি মোবাইল, ০৬ টি মোবাইল সিম এবং উল্লেখিত মটর সাইকেল জব্দ করা হয়। প্রাথমিকভাবে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছে।