রবিবার, ০৪ জুন ২০২৩, ১১:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

তরুণী হেনস্তার ঘটনায় জড়িত নারী ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৭৫ বার পঠিত

নরসিংদী রেলওয়ে স্টেশনে ‘অশালীন’ পোশাক পরার অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া আক্তারের (৬০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

গ্রেপ্তার মার্জিয়া আক্তার নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার বাসিন্দা। পেশায় ঘটক এই নারী শিলা, শায়লাসহ একাধিক নামে পরিচিত।

এর আগে রোববার (২৯ মে) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে  র‍্যাব-১১।  পরে সোমবার বিকেলে তাকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয় র‍্যাব । রেলওয়ে পুলিশ তাকে আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, গ্রেপ্তার মার্জিয়া আক্তার রেলওয়ে পুলিশের করা মামলায় দুই নম্বর আসামি। আমরা পাঁচ দিনের রিমান্ড চেয়ে  আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান বলেন, অভিযুক্ত ওই নারী পেশায় ঘটক। তিনি একেক জায়গায় একেক নাম-পরিচয় ব্যবহার করেন। যার ফলে শিলা, শায়লা ইত্যাদি নামে পরিচিত তিনি। তবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মার্জিয়া আক্তার।

প্রসঙ্গত, গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে আধুনিক পোশাক পরা এক তরুণী দুই বন্ধুকে নিয়ে ঘুরতে এসে স্থানীয় মাঝবয়সী এক নারী ও কয়েকজন বখাটের হাতে হেনস্তার শিকার হন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়িতে পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ রোববার (২৯ মে) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি হতে গ্রেপ্তার হন তরুণীকে হেনস্তার ঘটনার মূলহোতা মার্জিয়া আক্তার ওরফে শিলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV