বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দেয়ার আহবান বিদিশার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪০১ বার পঠিত

দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।

রোববার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে বিদিশা বলেন, দেশে আজ হাহাকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরমে। এখনো সময় আছে, জনগণের দিক নজর দিন। দেশের জনগণ দু’মুঠো ভাত খেতে চায়।

তিনি আরো বলেন, দেশে আপনি উন্নয়ন করেছেন ঠিকই, আবার উন্নয়নের নামে লুট হয়েছে— একথা অস্বীকার করার সুযোগ নেই। লুটপাটকারীদের দমন করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেন, বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আজ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। গরুর মাংসের কেজি ৮০০ টাকা।

ইলিশ মাছসহ অন্যান্য মাছের দাম ক্রয়ক্ষমতার বাইরে। অথচ দেশের একটি শ্রেণির মানুষ ৮০০ টাকায় গরুর মাংস কিনছে। অনলাইনে ইলিশ মাছসহ অন্যান্য মাছ বিক্রি হচ্ছে।

অনলাইনে এসব জিনিস চড়া দাম দিয়ে কারা কিনছে, খোঁজ নিয়ে দেখুন। জনগণ, মেহনতি মানুষ, চাকরিজীবীরা এত দাম দিয়ে এসব কিনছে না। দুর্নীতিবাজরাই এসব কিনছে।

এরশাদের শাসনামলকে স্বর্ণযুগ আখ্যা দিয়ে বিদিশা বলেন, তখন ২০ টাকায় ১ কেজি চাল কেনা যেত। এরশাদ মারা গেছেন দুই বছরের হয়ে গেছে। এরশাদের ছোট ভাই জি এম কাদের বসে আছেন এরশাদের চেয়ারে। ওই চেয়ারে বসে এরশাদের নামে পদক দেওয়াকে কেন্দ্র করে যে চাঁদাবাজি করেছেন, তা বন্ধ করুন।

এমনিতেই দলের পদ ৫ হাজার, ১০ হাজার টাকায় বিক্রি করেছেন। মনোনয়ন বাণিজ্য তো আছেই। এসব করে জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV