শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

নেত্রী বানানোর কথা বলে নারীকে ধর্ষণের চেষ্টা, কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৯২ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে নেত্রী বানানোর কথা বলে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ফারুক আহমেদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুন) দুপুর ১২টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ফারুক আহমেদ টঙ্গীর এরশাদনগর এলাকার মৃত আব্দুল মজিদ বেপারীর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর।

ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, ওই নারী ও কাউন্সিলর পূর্ব পরিচিত। সে সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে ওই নারীর বাসায় যান কাউন্সিলর ফারুক আহমেদ। এ সময় তাকে ঘরে একা পেয়ে নানা ধরনের প্রলোভন দেখান। একপর্যায়ে নেত্রী বানানোর কথা বলে কাউন্সিলর ফারুক ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান কাউন্সিলর ফারুক।

ওসি বলেন, শুক্রবার সকালে ভুক্তভোগী নারী কাউন্সিলর ফারুকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর দুপুরে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুন) তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV