চট্টগ্রামে ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে খুলশী কলোনিতে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে রোজাদারদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আলী আকবর ।
ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল মাবুদের সঞ্চালণায় এসময় উপস্থিত ছিলেন, পলিটেকনিক কলেজ এর সাবেক অধ্যক্ষ নুরুল কবির, মহানগর প্রজন্মলীগের সভাপতি এস এম মিজানুর রহমান শিশির, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হারুন, শাহাবুদ্দিন, মোহাম্মদ বেলাল, জামিল,সিরাজ, আরিফ, পারভেজ, মোহাম্মদ কুরবান, তরুণ আওয়ামী লীগ নেতা নটুরাজ গুপ্ত, মোঃ সুমন, মেহেদী, মোঃ জহির, রনি, মোহাম্মদ ফারুক,সাকিব,কুরবানসহ অনেকে।
প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে খাদ্যসহ বিভিন্ন সহায়তা সামগ্রী নিয়ে ছুটে বেড়ান প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আলী আকবর।
অসহায় মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে প্রশান্তি খুঁজেন তিনি।তার খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষগুলো।
আলহাজ্ব মোহাম্মদ আলী আকবর বলেন,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেয়া হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নের জয়গান পৌঁছে দেয়া হচ্ছে প্রতিটি মানুষের ঘরে ঘরে।
এসময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।