বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...
শিরোনাম :
সাকিবকে মনোনয়ন দেয়ায় মাগুরায় চলছে আনন্দ মিছিল, খিচুরি ও মিষ্টি বিতরণ মাগুরার দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন শ্রীপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ, থানায় অভিযোগ শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক নওগাঁর রাণীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গ্রেফতার মাগুরা-১ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী সিরাজুস সায়েফিন সাঈফ শ্রীপুরে সড়ক দূর্ঘটনার ২ কিশোর আহত শ্রীপুরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিরুল ইসলাম শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি, আহত ১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে চকরিয়ায় ধরা ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪১৪ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় টাকা ধার দেওয়ার কথা বলে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৭ জুলাই) মধ্যরাতে কক্সবাজার জেলার চকরিয়া থানার বার আউলিয়া এলাকা থেকে মো. তৌহিদুল ইসলাম ফরহাদ (২৮) নামের ওই যুবককে আটক করা হয়।

তৌহিদুল চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি ওই এলাকার জসিম উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, নাশকতাসহ বিভিন্ন ধারায় মোট ৫টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, প্রবাসীর স্ত্রী একটি জমি কিনতে কিছু টাকা ধার চান প্রতিবেশী মুদির দোকানদার তৌহিদের কাছে। নিয়মিত তৌহিদের দোকান থেকে বাজার করার ফলে তাদের উভয়ের মধ্যে একটি সুসম্পর্ক ছিল। এরপর টাকা ধার দিতে রাজি হন তৌহিদ।

টাকা নিতে প্রবাসীর স্ত্রীকে গত বছরের ১৪ জুলাই চকরিয়ার ওশান সিটি মার্কেটে আসতে বলেন। মার্কেটের তৃতীয় তলায় একটি আবাসিক হোটেলের রুমে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর করার পর তৌহিদ ধর্ষণ করেন ওই মহিলাকে। ধর্ষণের দৃশ্য নিজের মোবাইলে ধারণও করেন তিনি।

এরপর তৌহিদ ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে বিভিন্ন সময় আরও কয়েকবার ধর্ষণ করেন ওই মহিলাকে। কিন্তু পরে তৌহিদের প্রস্তাবে সাড়া না দিয়ে টাকা দিতে অপারগতা জানালে সেই ভিডিও ওই বছরের ১৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেন তৌহিদ।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। একইসঙ্গে র‌্যাবের কাছে লিখিতভাবে অভিযোগও জানান। ঘটনার পর থেকেই গা-ঢাকা দেয় তৌহিদ। পরে গোপন সংবাদের ভিত্তিতে তৌহিদকে আটক করে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, ‘আসামি তৌহিদ এলাকায় একজন চিহ্নিত অপরাধী। জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে তার বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া থানায় ধর্ষণ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং বিশেষ ক্ষমতা আইনে ৫টি মামলা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV