বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

বায়েজিদ থানা আওয়ামী হকার্সলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩২৭ বার পঠিত

উচ্ছ্বসিত শিশুরা। চারদিকে আলোর ছটা।জয়জয়কার স্লোগানে মুখর বায়েজিদের বাংলাবাজার ডেবারপাড় এলাকা।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এভাবেই পালিত হয় শিশুদের আনন্দ উচ্ছ্বাসে।
বৃহষ্পতিবার সুবিধা বঞ্চিত এই শিশুদের মুখে হাসি ফোটাতে ক্ষুদ্র পরিসরে জমকালো আয়োজন করে বায়েজিদ থানা আওয়ামী
হকার্সলীগের সভাপতি আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হাওলাদার, সি-ইউনিট আওয়ামী লীগ নেতা কবির হোসেন,
জালালাবাদ ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সুমন শেখ , বায়েজিদ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক
বাবলু, সেলিম, বাবুল, আবুল, শাহাবুদ্দিন, জামাল হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে বায়েজিদ থানা আওয়ামী হকার্সলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু সারাজীবন এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪ বছর পাকিস্তানের কারাগারে বন্দি থেকেছেন। দুইবার ফাঁসির মঞ্চে হয়েছেন মৃত্যুর মুখোমুখি। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকারের প্রশ্নে কখনো মাথা নত করেননি তিনি। তাই আমাদের উচিত জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV