রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

বিএনপি নেতা ইশরাকের বাসায় অভিযান, দারোয়ানকে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ বার পঠিত

বিএনপি নেতা ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানের পর দারোয়ানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ওই বাসার ম্যানেজার আব্দুর রশীদ হাওলাদার জানিয়েছেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি পুলিশ গেটে ভাঙচুর চালিয়ে উপরে উঠে। খুলে নেয় সিসি ক্যামেরার সার্ভার ও সিপিইউ। তবে তখন বাসার দেখভালের দায়িত্ব থাকা চার জন ছাড়া আর কেউ ছিলেন না। যাওয়ার সময় পঞ্চাশোর্ধ বাসার দারোয়ান মো. মোহসীনকে তুলে নিয়ে যায়।

মো. মোহসীনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তবে রাতে এ বিষয়ে পুলিশের কাছ থেকে কিছুই জানানো হয়নি। গত ৫ ডিসেম্বর এক মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV