রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

বিএনপি-পুলিশ সংঘর্ষ : মতিঝিল থানার ওসির দেহরক্ষী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেহরক্ষী কনস্টেবল পারভেজ গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পুলিশ সদস্যকে আহত অবস্থায় নিয়ে আসা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জমশিদ বলেন, নয়াপল্টনে বিএনপির হামলায় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাতুল ইসলাম খানের দেহরক্ষী কনস্টেবল পারভেজ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার চোখেও আঘাত রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় মতিঝিলের ওসির দেহরক্ষী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV