বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

বিদেশি অস্ত্রসহ রামগড়ে সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৪ বার পঠিত

খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আব্দুর রহিম ওরফে মুরগী মিলনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্রের পাশাপাশি দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গভীররাতে রামগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত মিলনের সহযোগীর নাম মো. আমানুল হক সোহেল (২৮)। মিলনের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার রামগড় থানায় তিনটি এবং মানিকছড়ি থানায় একটি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, তারা খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV