মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...
শিরোনাম :
বিদ্যুতের কর্মচারীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ; বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য মাগুরায় আদালতের আদেশ অমান্য করে স্থাপনা ভেঙে দেওয়াল নির্মাণের অভিযোগ শ্রীপুরে এতিমখানা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শ্রীপুরে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ শ্রীপুরে দলীয় ব্যানারে সরকারি খাল দখল চট্টগ্রামে অবৈধভাবে বিদ্যুৎ বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা মাগুরায় ন্যাশনাল পিপলস পার্টি’র আহ্বায়ক কমিটি গঠন লক্ষ্মীপুরে বিলুপ্তির পথে ‘ভেসাল জাল’ সাংবাদিক ফরিদ ও সাংবাদিক মনজুর মা আর নেই, সর্বস্তরে শোকের ছায়া বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরকারীদের রেহাই নেই: কাউন্সিলর জসিমের হুঁশিয়ারি

মুুক্তিযুদ্ধে ‘শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র সহ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলীর স্মরণ সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪১৮ বার পঠিত

মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে সোমবার বিকেলে ‘মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনী’র সহ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোল্যা নবুয়ত আলীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, মাগুরা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, উপজেলা চেয়ারম্যান মাহমুদুুুল গনি শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীকাল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, মুক্তিযাদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক খদকার আবু আনছার নাজাত আশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নূর মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদারসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি মরহুম মোল্যা নবুয়ত আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের মুখ দেখেই মনের কথা বুঝতে পারেন। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে কিছু জিনিসের দাম বেড়ে যাওয়ায় তিনি সাথে সাথেই টিসিবির মাধ্যমে মাত্র ৪৬০ টাকায় এক কোটি মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV