শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

রাণীনগরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৮২ বার পঠিত

নওগাঁর রাণীনগর উপজেলায় আওয়ামী লীগের সদস্য নবায়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারন এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এবং রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুলাল দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস আলী। আরও বক্তব্য দেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন, তারিনিপদ চন্দ্র, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ সহ অনেকে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV