লক্ষীপুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্ত্রী ও সন্তানকে মারধর করায় ক্ষিপ্ত হয়ে মেঝো ভাই তোফায়েল আহম্মেদকে দা-দিয়ে কুপিয়ে হত্যা করেছে আপন ছোট ভাই হোসেন আহম্মেদ।এ ঘটনায় ঘাতক হোসেন আহম্মেদকে আটক করা হয়েছে।
এদিকে খবর পেয়ে লক্ষীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা এবং সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৯ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি এলাকায় দমদমা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত তোফায়েল আহম্মেদ ও হোসেন আহম্মেদ ওই এলাকার আব্দুল আজিজ দপাদার বাড়ীর মৃত মনতাজুর রহমানের ছেলে।
পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ বলেন,সম্পত্তি বিরোধের জেরে ছোট ভাই হোসেন আহম্মেদ তার বড় ভাইকে হত্যা করেছে । তাকে আইনের আওতায় আনা হয়েছে।জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।