শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

লক্ষ্মীপুরে দুই জামায়াত নেতা গ্রেফতার

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২০৫ বার পঠিত

লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) দুপুরে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী।

পুলিশ বলছে, রোববার ভোররাত দুইটার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসা থেকে নাছির উদ্দিনকে ও মজুপুর এলাকার বাসা থাকে মমিন উল্যাহকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, জামায়াতের দুই নেতা আটক আছেন। তাদের বিকালে আদালতে সোপর্দ করা হবে। তবে কি মামলায় গ্রেফতার দেখানো হবে সেটি এখনো নিশ্চিত করতে পারেন নি পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV