শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

লক্ষ্মীপুরে পুলিশ পরিবারের তিন সদস্য পেলো মেধাবৃত্তি 

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর:
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ বার পঠিত
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেয়েছেন লক্ষ্মীপুর পুলিশ পরিবারের তিনজন সদস্য। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে তাদের মাঝে ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী হস্তান্তর করেন, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা ও ডিআইও-১ আজিজুর রহমান মিয়াসহ মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা।
এসময় পুলিশ সুপার বলেন, এই মেধাবৃত্তি আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। এছাড়া এখন পুলিশ কর্মকর্তা-কর্মচারীর সন্তানেরা বিভিন্ন পেশায় সাফল্য ছড়িয়ে দিচ্ছে। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান এসপি।
এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা হতে লক্ষ্মীপুর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা-কর্মচারী ও নন-পুলিশ তিন পরিবারের সদস্য যারা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে এ-প্লাস অর্জন করেছে তাদের সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV