শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

লক্ষ্মীপুরে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪১০ বার পঠিত

সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে পারিবারিক কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে পৌর মেয়রের বাসভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এসময় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে কার্ডধারী প্রত্যেক সুবিধাভোগীর মাঝে এসব পণ্য বিক্রি শুরু হয়।

পৌর মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

টিসিবির ডিলারদের নির্ধারিত গাড়ি থেকে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৬৫ টাকা, সয়াবিন তৈল কেজি প্রতি ১১০ টাকা ও ছোলা কেজি প্রতি ৫০ টাকা দরে ক্রয় করতে পারবেন উপকারভোগীরা।

একই সাথে জেলার রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জেও এসব টিসিবির পণ্য ভর্তূকি মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, রোববার (২০ মার্চ) জেলার পাঁচটি উপজেলায় ৯ হাজার ৮৮টি পরিবার ও  (সোমবার) ২১ মার্চ জেলার পাঁচটি উপজেলার ৭ হাজার ৮১৪টি পরিবারকে টিসিবির পণ্য ক্রয়ের সুবিধা পাবেন। পাঁচ উপজেলায় ১৩ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV