লক্ষ্মীপুরে সয়াবিন তেলের কৃত্রিম সংকট বাড়াতে মজুদের দায়ে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ মার্চ) বিকেলে শহরের গোডাউন রোড এলাকার নিউ আল-আমিন স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন। এ সময় অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়।
নিউ আল-আমিন স্টোরের মালিক আবুল হোসেন শহরের গোডাউন রোড এলাকার আব্দুল মোতালেবের ছেলে ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোডের নিউ আল-আমিন স্টোরে ৬০টি ড্রামে সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ওই দোকানির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।