রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর:
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪৪০ বার পঠিত

লক্ষ্মীপুরে সয়াবিন তেলের কৃত্রিম সংকট বাড়াতে মজুদের দায়ে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ মার্চ) বিকেলে শহরের গোডাউন রোড এলাকার নিউ আল-আমিন স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন। এ সময় অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

নিউ আল-আমিন স্টোরের মালিক আবুল হোসেন শহরের গোডাউন রোড এলাকার আব্দুল মোতালেবের ছেলে ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোডের নিউ আল-আমিন স্টোরে ৬০টি ড্রামে সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ওই দোকানির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV