মাগুরার শ্রীপুর উপজেলায় দুই রাতে পাঁচটি বাড়িতে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। এতে আতঙ্কের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
ভুক্তভোগীরা জানান, শুক্রবার ও শনিবার গভীর রাতে সিঁদ কেটে একে একে গ্রামের পাঁচটি ঘরে ঢুকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় সিঁদেল চোর। হঠাৎ এমন চুরির ঘটনায় হতভম্ব গ্রামটির মানুষ।
চুরি যাওয়া বাড়িগুলোর মালিকগুলো হলেন, অজয় সরকার, সুজয় সরকার, রমজান মন্ডল, সবুজ মোল্লা, এবং মনোরঞ্জন।
অজয় সরকার বলেন, তার থাকার ঘরে সিঁদ কেটে চোর ঢুকে নগদ ৫০হাজার টাকা, ১ জোড়া কানের দুল, পায়ের নুপুর, নাকফুল চুরি করে নিয়ে যায়।
সুজয় সরকার বলেন, তার ঘর থেকে মেয়ের স্কুল ব্যাগ নিয়ে যায়। ব্যাগে থাকা ২২৬ টাকা চোর নিয়ে গেলেও ব্যাগ ও বইপত্র রেখে যায়।
রমজান মন্ডলের স্ত্রী রেশমা বেগম বলেন, রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। রাত ১ টার দিকে সিঁদ কেটে চোর আমার ঘরে ঢোকে। নগদ ১১ হাজার টাকা, কানের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন চোঁর নিয়ে যায়।