শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

শ্রীপুরে বিশ্ব অটিজম দিবস পালিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন প্রতিভা বিকাশ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে ১৫ তম বিশ্ব অটিজম সচেতন দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা চত্ত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি ব্যাংকের আইও তৌফিকুল ইসলাম তুহিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার অপারেটর অনিমেষ কুমার বিশ্বাস, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ও প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার পরিচালক সুমন মজুমদার, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরিনা রাশিদাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম বলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নই, বরং আশীর্বাদ। জননেত্রী শেখ হাসিনার কনিষ্ঠ কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম শিশুদের নিয়ে কাজ করছে। ইতিমধ্যে অটিজম শিশুদের সুবর্ণ নাগরিকের কার্ড করে দেওয়া হয়েছে। যেন এরা সকল সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাই। এবং মূল স্রোত ধারাই আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV