শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

সতর্ক অবস্থানে মহানগর দক্ষিণ যুবলীগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৯৩ বার পঠিত

আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ৫০ নং ওয়ার্ডের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরপরই লগি-বৈঠা নিয়ে রাজধানীর প্রবেশমুখে অবস্থান করছেন। নেতাদের হাতে স্ট্যাম্প, কাঠ দেখা গেছে।

শুধু ৫০ নং ওয়ার্ড নয়, ঢাকা মহানগর দক্ষিণের সকল ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত যুবলীগ নেতারা মিছিল নিয়ে বিভিন্ন অলিগলির সামনে অবস্থান করছেন।

জানতে চাইলে মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। নেত্রীর নির্দেশনার পর আমারা মাঠে আছি। আমরা ঢাকা শহরে কোনো অপশক্তিকে বিশৃঙ্খলা করতে দেব না। এটা যুবলীগের কাজ। যুবলীগ রাজপথে ছিল, রাজপথে থাকবে।

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, আমার এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ওয়ার্ড যুবলীগ সর্তক অবস্থানে থাকবে। আজ থেকে মাঠে আছি। আগামী ১০ তারিখ পর্যন্ত রাজপথে থাকব। কোথাও নৈরাজ্য সৃষ্টি করলে পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV