শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...

৯৯৯-এ ফোন পেয়ে স্কুলছাত্রীকে উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ বার পঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এক স্কুলছাত্রীকে অপহরণের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে তিস্তা সেচ ক্যানেলের চেঙ্গমারী স্লুইচগেট সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মুশা মণ্ডলপাড়া গ্রামের জফুর আলীর ছেলে নাঈম ইসলাম হৃদয় ও মুশা ঝারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মিজু ইসলাম জীবন।

পুলিশ সূত্রে জানা গেছে, জলঢাকা উপজেলার রথেরডাঙ্গা গ্রামের এক স্কুলছাত্রী কিশোরগঞ্জের অবিলের বাজার এলাকায় তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার রাতে বান্ধবীর বোনের বাড়ি সংলগ্ন স্থানে ওয়াজ মাহফিলে গেলে ওই দুই যুবক তাকে অপহরণ করে। সেখান থেকে অটোরিকশায় তাকে নিয়ে যাওয়ার সময় চালকের সন্দেহ হয়। চেঙ্গমারী স্লুইচগেট এসে চার্জ না থাকার অজুহাতে চালক অটোরিকশা থামান। এ সময় অপহৃত নবম শ্রেণির ওই স্কুলছাত্রী অটোরিকশা থেকে নেমে দৌড় দেয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ অপহরণকারী দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ওই স্কুলছাত্রীকে বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করার পর তার বাবা বাদী হয়ে আটক দুই যুবকের বিরুদ্ধে থানায় অপহরণের মামলা দেন।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, এ ঘটনায় বুধবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আটক যুবকদের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন। আগামীকাল সকালে আসামিদেরকে আদালতের তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Deshjog TV