বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মাগুরাবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাজী রফিকুল ইসলাম মাগুরাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাকিব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরিয়ত উল্লাহ বঙ্গবন্ধু ল’টেম্পল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শুরু শনিবার চট্টগ্রামে ১০ জুয়াড়ি গ্রেফতার চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেপ্তার ২ চট্টগ্রামে চোলাই মদসহ গ্রেপ্তার ৪

কলেজছাত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৯৯ বার পঠিত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজছাত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানোয় মোমিনুল ইসলাম চঞ্চল (২৬) নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত চঞ্চল আহমেদ নগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকার বাসিন্দা। রায় ঘোষণাকালে তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বেগম জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (৫৭) ২ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন চঞ্চল আহমেদ। তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত জানিয়েছেন, আসামির হাজতবাস মূল কারাদণ্ড থেকে বাদ যাবে। এছাড়া জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে ভিকটিম পাবেন।

মামলার বিবরণে জানা যায়, রাজশাহী সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী নগরীর নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা। তাকে প্রেমের প্রস্তাব দেন চঞ্চল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন ওই কলেজছাত্রী। নিষেধ করায় ওই ছাত্রীকে পথে-ঘাটে এমনকি কলেজের ফটকে উত্ত্যক্ত শুরু করেন যুবক। একপর্যায়ে তার কাছে এক লাখ টাকা দাবি করেন। তা না হলে অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরে ওই ছাত্রীর নামে একাধিক আইডি ফেসবুকে অপপ্রচার শুরু করেন। এনিয়ে ২০১৭ সালের ১৭ এপ্রিল ৬ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে পুলিশ মোমিনুল ইসলাম চঞ্চলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs