শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...
শিরোনাম :
আসাদুজ্জামান আসাদের যত ‘অপকর্ম’ শ্রীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মাগুরাবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাজী রফিকুল ইসলাম মাগুরাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাকিব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরিয়ত উল্লাহ বঙ্গবন্ধু ল’টেম্পল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শুরু শনিবার চট্টগ্রামে ১০ জুয়াড়ি গ্রেফতার

শ্রীপুরে বিয়ের দাবিতে কারারক্ষীর বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৮২ বার পঠিত

মাগুরার শ্রীপুরে বিয়ের দাবিতে কারারক্ষীর বাড়িতে অবস্থান করছে ইতি খাতুন (২৫) নামে এক কলেজ ছাত্রী। সে রাজবাড়ী উপজেলার নটাভাঙ্গা গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং কসবা মাঝাইল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। বিয়ের আশ্বাস দেওয়া রাজ্জাক শেখ (৩০) ঝিনাইদহ জেলা কারাগারে চাকরি করে৷ সে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের হাসেম আলী শেখের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, মাস দুই আগে রাজ্জাক শেখ ও তার দুলাভাই বিয়ের জন্য সাথী আক্তারকে দেখতে যায়। রাজ্জাক ৫ লাখ টাকা যৌতুক দিলে তাকে বিয়ে করবে বলে জানাই। তখন ওই কলেজ ছাত্রী তার পরিবারের সাথে এ বিষয়ে কথা বলে। পরে পরিবার থেকে ৪ লাখ টাকা দেওয়ার আশ্বাস দেয়৷ এরই মধ্যে দুজনের প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে যোগাযোগ শুরু হয়৷ এক পর্যায়ে ইতি রাজ্জাককে ভালবাসতে শুরু করে। তবে এ যোগাযোগ বেশিদিন টিকে না। হঠাৎ রাজ্জাক তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে শনিবার দুপুর ১২ টার দিকে ওই কলেজ ছাত্রী কারারক্ষীর বাড়িতে অনশন শুরু করে। পরে ওই দিন রাতে বিয়ের আশ্বাসে ওই কলেজ ছাত্রীকে বাড়িতে পাঠানো হয়। তবে বিয়ের বিষয়ে চরম সংশয়ে রয়েছে ওই কলেজ ছাত্রী।

এ বিষয়ে ভুক্তভোগী কলেজ ছাত্রী ইতি খাতুন বলেন, প্রায় ২ মাস ধরে রাজ্জাক শেখের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে। বিয়ের আশ্বাসে সে ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিলে পরিবারকে ম্যানেজ করে সে আমাকে বিয়ে করবে এমন প্রতিশ্রুতি দেই৷ কিন্তু হঠাৎ সে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় আমি আজ তার বাড়িতে চলে এসেছি। সে আমাকে বিয়ে করবে আর তা না হলে আমি আত্মহত্যা করবো।

এ বিষয়ে অভিযুক্ত কারারক্ষী রাজ্জাক শেখ মুঠোফোনে বলেন, আমার সাথে তার শুধু কথা হয়েছে। অন্য কোন সম্পর্ক আমাদের মধ্যে নেই। আমাকে ফাঁসানোর জন্য সে এমন নাটক সাজিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন বলেন, মেয়েটিকে তার বাড়িতে পাঠানো হয়েছে। এবং এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs