বুধবার, ০১ মে ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মাগুরাবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাজী রফিকুল ইসলাম মাগুরাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাকিব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরিয়ত উল্লাহ বঙ্গবন্ধু ল’টেম্পল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শুরু শনিবার চট্টগ্রামে ১০ জুয়াড়ি গ্রেফতার চট্টগ্রামে চোরাই সিএনজিসহ গ্রেপ্তার ২ চট্টগ্রামে চোলাই মদসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে পাল্টাপাল্টি সমাবেশ—কালুরঘাটেই থাকছে আওয়ামী লীগ, স্থান বদলে বিএনপি গেল পলোগ্রাউন্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৬৮ বার পঠিত

চট্টগ্রাম নগরীতে একইদিনে পাল্টাপাল্টি সমাবেশ করছে আওয়ামী লীগ ও বিএনপি। প্রথমে একই স্থানে সমাবেশের ঘোষণা দেয় দু’দল। তবে শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে স্থান বদলায় বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার (২৭ মার্চ) কালুরঘাট বেতারকেন্দ্র এলাকায় সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু বিএনপির এই উদ্যোগকে ইতিহাস বিকৃতি ও পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টির ঘৃণ্য চেষ্টা হিসেবে অভিহিত করে একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

শুরু থেকে দু’দলই একই স্থানে সমাবেশ করার ব্যাপারে অনড় থাকলেও শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে বিএনপি পলোগ্রাউন্ড এলাকার ওয়াজিউল্লাহ ইনস্টিটিউটে সমাবেশ করার অনুমতি পায়। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।

রোববার (২৭ মার্চ) সকাল ১০টায় কালুরঘাট বেতারকেন্দ্র এলাকায় আওয়ামী লীগের সমাবেশে অংশ নেবেন মহানগর আওয়ামী লীগ নেতারা। অপরদিকে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বিএনপি ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর নামে সমাবেশ করে ইতিহাস বিকৃতির ঘৃণ্য অপচেষ্টা এবং নৈরাজ্যের চেষ্টা করছে। চট্টগ্রামের মাটিতে এমন ঘৃণ্য চেষ্টা সফল হতে দেবো না আমরা। এই ধরনের চক্রান্ত প্রতিহত করতেই আমরা সমাবেশ করছি।’

সমাবেশের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘আমাদের কেন্দ্রঘোষিত মহাসমাবেশ ছিল কালুরঘাট বেতারকেন্দ্র এলাকায়। আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি চাইলে শুরুতে বরাবরের মত তারা গড়িমসি করছিল। আমাদের বলা হয়েছিল ওপরের নির্দেশ নাই, সমাবেশের অনুমতি দেয়া হবে না। শেষ মুহূর্তে পলোগ্রাউন্ডে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। মহাসমাবেশ সেখানেই হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs